নায়কের সাথে সংসার ভাঙ্গার ঘোষনা মেডামের

লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ০৪ আগস্ট, ২০১৩, ০১:৪৯:১১ দুপুর

মেডাম অভিমান করেছেন, তিনি সম্পর্ক রাখতে চাননা শাহবাগ নায়ক ইমরানের সাথে। মনে হয় ব্যাপরটি তালাক (সম্পর্ক ছিন্ন) পর্যন্ত গড়াবে। ইমরান সাহেব চাচ্ছেন তাদের সংসার শাহবাগ তাবৎ সীমাবদ্ধ রাখতে, কিন্তু মেডাম প্রাচী চাচ্ছেন তাদের সংসার দেশব্যাপী করতেন। তাহলে দেশের বিভিন্ন স্থানে ঘুরা ফেরা যাবে। নতুন নতুন কোপতের সাথে অন্তত রেলিশন করা যাবে। কিন্তু বরপুত্র শাহবাগ নায়ক তা চান না। তিনি আল্লামা শফির তেঁতুল তত্ব ভাল কারে জানেন। মেডাম সে তত্ব মানতে চান না, কারণ তিনি বুহুদিন একাকি ছিলেন, একস্থানের মজা, একজনের সাজা উনার উপলুব্ধিতে আছে। স্বামী পুলিশকর্মকর্তা ইন্তেকালের পর তিনি অনেকটা একা হয়ে গিয়েছিলেন। সাংস্কৃতিক জগতে এসে একাকিত্ব কিছুটা দুর করেছিলেন, কিন্তু মেডামের কাছেতো এক জায়গা, এক ধরনের মানুষ ভাল লাগেনা। সে কারনেই নায়কের সাথে সংসার ছাড়ার ঘোষনা দিয়েছেন। বলছেন, আমি কোন ব্যক্তিকেন্দ্রীক-ব্লগারের সংসারে থাকতে চাই না। যদিও মেডামের কন্যা বিয়ের লায়েক হয়েছে তাতে কি? জীবন তার যৌবন তার। নতুন নতুন কোপত উড়ে আসবে, আর প্রাণ জুড়ে বসবে।

বিষয়: বিবিধ

১৩৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File